1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনার কারণে জার্মানিতে শরণার্থী গ্রহণ স্থগিত

২১ মার্চ ২০২০

করোনার ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকায় জার্মানি আপাতত শরণার্থী নেয়া বন্ধ রেখেছে৷ ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জন্য ইউরোপের সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷

https://p.dw.com/p/3Zphq
ছবি: Reuters/C. Baltas

ফলে তুরস্ক ও জার্মানির মধ্যে চালু থাকা পুনর্বাসন চুক্তির বাস্তবায়ন আপাতত স্থগিত থাকবে৷ এই চুক্তির আওতায় ২০১২ সাল থেকে এখন পর্যন্ত জার্মানি প্রায় পাঁচ হাজার শরণার্থী গ্রহণ করেছে৷ এর মধ্যে লেবাননে বসবাসরত সিরীয় শরণার্থী এবং সুদানের মতো সংকটপূর্ণ অঞ্চলের শরণার্থীরা রয়েছেন৷

‘যখন সম্ভব' হবে তখন আবার এই চুক্তি বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছে জার্মানি

অবশ্য সীমান্ত বন্ধ থাকলেও শরণার্থী শিশুদের গ্রহণ করা হবে বলে জানা গেছে৷

এদিকে, জার্মানির উন্নয়ন সাহায্য বিষয়ক মন্ত্রী গ্যার্ড ম্যুলার আউগসবুর্গার আলগেমাইনে পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে কোভিড -১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে উন্নয়নশীল দেশগুলিতে এবং সিরিয়ার আশেপাশের সংকটময় অঞ্চলে স্বাস্থ্য অবকাঠামো আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন৷

এনএস/জেডএইচ (কেএনএ, ইপিডি, ডিপিএ, এএফপি) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান