1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লগ দিবস

১ ফেব্রুয়ারি ২০১২

ভাষা আন্দোলনের মাসের প্রথম দিনটিকে বাংলা ব্লগ দিবস হিসেবে বেছে নিয়েছেন একদল ব্লগার৷ ঢাকায় বুধবার বিকেলে বসেছিল তাদের মিলনমেলা৷ আড্ডা, গান, উৎসবে মেতে ওঠেন শতাধিক বাংলা ব্লগার৷

https://p.dw.com/p/13uSs
আমার ব্লগ ডটকমছবি: http://www.amarblog.com/

বাংলা ব্লগ দিবস নিয়ে ব্লগারদের মধ্যে খানিকটা মতভেদ আছে৷ কয়েকটি কমিউনিটি ব্লগ সমন্বিতভাবে ব্লগ দিবস উদযাপন করে ডিসেম্বর মাসের ১৯ তারিখ৷ অন্যদিকে, কমিউনিটি ব্লগ আমার ব্লগ'এর উদ্যোগে এই দিবস পালন করা হচ্ছে পহেলা ফেব্রুয়ারি৷ ব্লগ দিবস উদযাপনের দিনক্ষণ নিয়ে মতের বিরোধ থাকলেও দুটি দিনই আসলে ব্লগারদের উৎসবের দিন৷ আড্ডা, গান, আলোচনা সবই থাকে এই দিবসে৷

আমার ব্লগের অ্যাডমিন সুশান্ত দাসগুপ্ত জানালেন, পহেলা ফেব্রুয়ারি ব্লগ দিবস পালন করা হচ্ছে সব বাংলাভাষী ব্লগারদের নিয়ে, এটি নির্দিষ্ট কোন গোষ্ঠী'র জন্য নয়৷ তিনি বলেন, ‘বাংলা ভাষায় লেখালেখি করেন, এরকম সব ব্লগারদের নিয়ে আমরা ব্লগ দিবস পালন করছি'৷

বাঙালির ভাষা আন্দোলনের মাস, সবচেয়ে বড় বইমেলার মাস ফেব্রুয়ারি৷ ১৯৫২ সালের এই মাসেই বাংলা ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ পায়৷ তৎকালীন শাসকদের চাপিয়ে দেওয়া ভাষা'র বিরুদ্ধে রুখে দাঁড়ান ছাত্র-শ্রমিক-জনতা৷ সালাম-রফিক-বরকতদের তাজা রক্তের বিনিময়ে ভাষা স্বাধীনতা জোটে বাঙালির ভাগ্যে৷ এই মাসটাকেই তাই বাংলা ব্লগ দিবস হিসেবে উপযুক্ত মনে করছেন সুশান্ত৷ তিনি জানান, ‘অমর একুশে বইমেলা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- সবকিছু বিবেচনায় এনে পহেলা ফেব্রুয়ারিকে বাংলা ব্লগ দিবস হিসেবে বেছে নিয়েছি আমরা৷'

Flash-Galerie Blogger Sabrina Sultana
ব্লগার সাবরিনা সুলতানাছবি: Sabrina Sultana

আমার ব্লগের উদ্যোগে আয়োজিত এই ব্লগ দিবসের প্রতিপাদ্য হচ্ছে, ‘‘বাঙালির জয়ধ্বনি ঘোষিত হোক- বাঙালির সৃষ্টিতে, বাংলা ব্লগে''৷ এই প্রতিপাদ্যের ব্যাখ্যা জানতে চাইলে সুশান্তের মন্তব্য, ‘বাংলা ব্লগে বাংলা, বাঙালি, বাংলাদেশের ইতিহাস নিয়ে যদি কেউ সমস্যা তৈরি করে, বাঙালির ইতিহাস নিয়ে কেউ যদি ষড়যন্ত্রের চেষ্টা করে, বাংলা ব্লগার যারা আছেন, যারা বিভিন্ন ব্লগে লেখালেখি করছেন, তারা এটার প্রতিবাদ করবে'৷

ব্লগ সাইট আমার ব্লগ একটি ‘নো মডারেশন' ব্লগ৷ এই সাইটের অ্যাডমিনরা কোন ধরনের মডারেশনে আগ্রহী নন৷ কিন্তু বর্তমান প্রেক্ষাপটে, যেখানে বাংলাদেশে সাইবার আইন নিয়ে ব্যাপক আলোচনা চলছে, সেখানে ‘নো মডারেশন' অনেকটা স্রোতের বিপরীতে চলার মতো ব্যাপার৷ সুশান্ত জানালেন, আমার ব্লগ বর্তমান নীতিতে চলবে৷ তবে সাইটটিতে কিছু ক্ষেত্র রয়েছে, যেগুলো ‘নো মডারেশন'এর আওতায় পড়বে না৷ তিনি বলেন, ‘আমরা ব্লগে সবাই সবকিছু বলতে পারবে৷ তবে কারিগরি কোন সমস্যা তৈরি করতে পারবে না এবং বাংলার ইতিহাস নিয়ে, বাংলাদেশের মূলভিত্তি নিয়ে, কেউ কোন অহেতুক প্রশ্ন যদি তোলে তাহলে সেগুলো ‘নো মডারেশন'এর আওতায় থাকবে না৷'

উল্লেখ্য, ২০১১ সালে আয়োজিত ডয়চে ভেলের সেরা ব্লগ প্রতিযোগিতায় আমার ব্লগ ডটকমে নিবন্ধিত একাধিক ব্লগার চূড়ান্ত আসরে ভালো ফলাফল করেছেন৷ সাবরিনা সুলতানা'র বাংলা ব্লগ টিউনিশিয়ার একটি ব্লগের সঙ্গে চূড়ান্ত পর্যায়ে অল্পের জন্য হেরে যায়৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য