1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিল্লিতে তিন ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ

১২ আগস্ট ২০২২

পশ্চিম দিল্লির রোহিনীতে তিন ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ। গ্রেপ্তার করা হয়েছে দুই নারী-সহ চারজনকে।

https://p.dw.com/p/4FRBk
ফাইল ছবি।
ফাইল ছবি। ছবি: Danish Siddiqui/REUTERS

আবার ভয়ংকর ধর্ষণের ঘটনা ঘটলো রাজধানীতে। স্কুলে যাওয়ার পথে তিন ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করা হলো।

পুলিশ জানিয়েছে, গত ৬ অগাস্ট এই ঘটনা ঘটেছে। দক্ষিণ দিল্লির মসজিদ মঠ এলাকার এক বাসিন্দা পুলিশের কাছে অভিযোগ জানান, তার মেয়ে স্কুলে গিয়ে আর ফেরেনি। মেয়েটি ভাড়ার গাড়িতে করে স্কুলে যেতো। গাড়িক চালক দাবি করে, ছাত্রী গাড়িতে ওঠেনি। তারপরই পুলিশ জানতে পারে, আরো দুই ছাত্রী নিখোঁজ।

এরপর পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ দেখে। পরে করোল বাগে ছাত্রীদের সন্ধান পাওয়া যায়। ছাত্রীরা জানায়, এক অভিযুক্ত তাদের অপহরণ করে রোহিনীর একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে তাদের পানীয়ে ঘুমের ওষুধ মেশানো হয়। তারপর তাদের ধর্ষণ করা হয়। পরে কোনোক্রমে ছাত্রীরা পালিয়ে আসে।

পুলিশ রোহিনীতে গিয়ে দেখে সেখানে মানবপাচার চক্র সক্রিয়। ওই ছাত্রীদের চণ্ডীগড় নেয়ার পরিকল্পনা ছিল তাদের। দুই নারী-সহ পাচারচক্রের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে দুইজন ছাত্রীদের ধর্ষণ করেছে বলে অভিযোগ।

দিল্লির নারী কমিশন ঘটনার রিপোর্ট চেয়েছে। কমিশন বলেছে, ছাত্রীরা মুম্বই যেতে চেয়েছিল। স্টেশনে তাদের অপরিচিত ব্যক্তির সঙ্গে আলাপ হয়। টিকিট কেটে দেয়ার নাম করে তারা তিন ছাত্রীকে রোহিনীতে একটি ঘরে নিয়ে যায়।

জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)